ঠাকুরগাঁও সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সরকারি কলেজ চত্বরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক মানিক হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মণ্ডল, উপাধ্যক্ষ প্রফেসর ড. মফিজুদ্দিন মোল্লা, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আবুল খায়ের মো: আব্দুল মজিদ প্রমুখ।
ঠাকুরগাঁও সরকারি কলেজের ১৪টি অনার্স কোর্সের নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন কলেজ কতৃপক্ষ। এ সময় সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।