অগ্রহায়ণের প্রথম দিন আজ। কৃষকের ঘরে নতুন ধান ওঠার এই দিনে নবান্ন উৎসব পালিত হয়েছে জামালপুরে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি, পিঠামেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি।
র্যালি শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন করা হয় পিঠামেলার। এসময় জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি রেজাউল করিম হীরা এমপি ছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ বক্তব্য রাখেন। দিনব্যাপী পিঠামেলায় ২৪টি স্টলে ভাপা, চিতই, দুধকলি, দুধ চিতই, পাটিসাপ্টাসহ ৩৩ ধরনের পিঠার পসরা নিয়ে বসেছে শৌখিন দোকানিরা।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৬/ আফরোজ