চট্টগ্রামের সাতকানিয়া বাজালিয়া ইউপিতে নির্বাচনী সংঘর্ষের মামলায় পরিষদের চেয়ারম্যান তাপস কুমার দত্তকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের আদালত। মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) মশিউর রহমান।
তিনি বলেন, আসামি হিসেবে অভিযোগপত্রভুক্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী তাপস কুমার দত্ত আদালতে আত্মসমর্পণ করেছিলেন। তার পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
গত ৪ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতকানিয়া বাজালিয়া ইউপিতে তাপস কুমার দত্ত চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের দিন সকাল ১১টার দিকে বাজালিয়া ইউনিয়নের বটতল এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি মামলায় তাপস কুমার দত্তকে প্রধান আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৫