বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কোন দিনই ক্ষমতায় যেতে পারবে না। সেজন্যই তারা সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে ভয় পায়।' মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ২০১৪ সালে তারা একটা নির্বাচন করেছে, যেটা সম্পূর্ণরূপে ভোটারবিহীন নির্বাচন। যে নির্বাচনে শতকরা পাঁচজন মানুষও ভোট দিতে যায় নি এবং ১৫৪ জন প্রার্থীকে তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করেছে। যখনই আলাপ আলোচনার মধ্য দিয়ে সংলাপের মধ্য দিয়ে কথা বলার চেষ্টা করেছি, তারা নাকচ করে দিয়েছে। তারা অন্যায়ভাবে ক্ষমতা আকড়ে ধরে আছে। দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে।' এসময় তিনি এ থেকে পরিত্রাণের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহা সচিব মজিবর রহমান সারোয়ার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে জেলার ১৩ টি উপজেলা থেকে প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৬/হিমেল