প্রকাশ্যে ধূমপান করার অপরাধে সিলেটের বিশ্বনাথে দুই ধূমপায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার সদরের পুরাতনবাজারে পাবলিক বাসে ধূমপান কালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হক।
দণ্ডপ্রাপ্তরা হলেন: গোইনঘাট থানার তারুকাল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম ও হবিগঞ্জের বানিয়াচং গ্রামের আপ্তর উদ্দিনের ছেলে মহিউদ্দিন।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৬/ আফরোজ-২০