ঝালকাঠি জেলার নলছিটির একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে মগড় ইউনিয়নের বড় প্রেমহার এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম।
তিনি বলেন, ঝালকাঠি-বরিশাল সড়ক সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করে হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২৩ নভেম্বর, ২০১৬/মাহবুব