পাহাড়ে শীত জেঁকে বসেছে। ভোর বেলা ও সন্ধ্যা নামার সাথে সাথে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা খাগড়াছড়ি জেলা। এছাড়া হঠাৎ শীতে লোকজন ঠান্ডাবাহি রোগে আক্রান্ত হচ্ছেন। দূর পাহাড়ের পল্লি গ্রামে বসবাসরত লোকজন শীত কষ্ট আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ঠান্ডবাহি রোগে রোগী ভর্তি হচ্ছে বেশি। বেশির ভাগ রোগীই শিশু ও বৃদ্ধ । এসব রোগীদের চিকিৎসা দিতে চিকৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
এদিকে শীতার্থ মানুষের মাঝে এখানে এখনও কোন শীত বস্ত্র বিতরণ করা হয়নি। তবে খাগড়াছড়ির পৌর সভার মেয়র মো: রফিকুল আলম আলম পৌর সভায় কিছু শীতার্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করছেন।
ঘন কুয়াশায় থাকায় দিনের বেলায়ও যানবাহনগুলো হেড লাইট জালিয়ে চলাচল করছে। বিশেষ করে সকাল বেলায় ঘন কুয়াশা থাকায় দূর পাল্লার যানবাহনগুলো সঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৬/হিমেল