রাঙামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া কলেজ জাতীয় করনের আদেশ পূর্নবহাল রাখার দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছে স্থানীয়রা। বুধবার সকালে রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া বাজারে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন।
বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটির নেতারা। এর আগে মানববন্ধনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষার্থী ও সাধারণ নারী-পুরুষ।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া আন্দোলণ কমিটির আহ্বায়ক ও বাঙ্গালহালিয়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঞোমং মারমা, আন্দোলন কমিটির সদস্য সচিব বিশ্বনাথ চৌধুরী, হেডম্যান প্রতিনিধি মংসিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা ।
মানববন্ধনে বক্তরা বলেন, ১৯৯৮ সালে রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়।এ আগে রাঙামাটি শহর থেকে প্রত্যান্ত ও দূর্গম এলাকা হওয়ায় এ অঞ্চলে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। কিন্তু বাঙ্গালহালি কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর এ অঞ্চলে শিক্ষার্থীরা ঘরে বসে পড়ালেখা করতে পারছে। কিন্তু প্রতিষ্ঠানটি জাতীয় করণ না হওয়া সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পরেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অবিলম্বে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালীয়া কলেজ জাতীয় করণের আদেশ পুনর্বহাল করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তরা।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৮