ঝিনাইদহের শৈলকুপায় ধান ক্ষেত থেকে ইলিয়াছ আলী (২৬) নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর বড় ক্যানেলের পাশের ধান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে নিত্যানন্দনপুর ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।
জানা যায়, গোপালপুর গ্রামের ইলিয়াছ আলী ইজিবাইক নিয়ে মঙ্গলবার বাড়ি থেকে বের হয়। তার মোবাইল ফোন বন্ধ দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এরপর বুধবার বিকেলে গোবিন্দপুর বড় ক্যানেলের পাশের ধান ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে মৃতদেহটি ইজিবাইক চালক ইলিয়াছ আলীর বলে শনাক্ত করে।
শৈলকুপা থানার এসআই আতিয়ার রহমান জানান, গলাই রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ইজিবাইক ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ