ময়মনসিংহের ভালুকায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ১৫নং ওয়ার্ড ভালুকা উপজেলা থেকে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান, বিএনপিপন্থি ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আবুল কালাম আজাদকে মনোনীত করে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে প্রেরণ করার প্রতিবাদে মনোনয়ন প্রত্যাশি দুই প্রার্থী বুধবার বিকালে সংবাদ সম্মেলনের করেছেন।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী ও সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম মানিক। তারা বলেন, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক মানবতা বিরোধী অপরাধে আবুল কালাম আজাদের পিতা মৃত আব্দুল খালেক মাস্টারের নাম তালিকাভুক্ত রয়েছে। এছাড়াও আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ছিলেন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। মনোনয়ন প্রত্যাশীরা জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে যাচাই বাছাই পূর্বক আবুল কালাম আজাদকে বাদ দিয়ে প্রার্থী পুনঃবিবেচনা করার দাবি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ