বরিশালের বানারীপাড়া উপজেলার কাজলাহার এলাকায় জেলা প্রশাসনের লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স এবিসি ব্রিকসের মালিক এম. মোয়াজ্জেম হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের নেতৃত্বে এবং পরিবেশ অধিদফতরের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. তোতা মিয়া জানান, অভিযান পরিচালনার সময় এবিসি ব্রিকসের মালিক এম. মোয়াজ্জেম হোসেন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স কিংবা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে ভ্রাম্যমান আদালত তাকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষনিক আদায় করা হয় বলে তিনি জানান।