লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব শত্রুতার জের ধরে শাহাব উদ্দিন (২৬) নামে এক দিনমজুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টাসহ তার হাতের পাঁচটি আঙ্গুল কেটে নিয়েছে মাদকাসক্ত বখাটে আবুল হোসেন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর দেনায়েতপুর গ্রামের দেলোয়ার চকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শাহাব উদ্দিন একই এলাকার আলী আহাম্মদের ছেলে।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, গত একবছর পূর্বে সুপারি পাড়াকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে সম্প্রতি দিনমজুর শাহাব উদ্দিনের সাথে তাদের পার্শ্ববর্তী বাড়ির মৃত ছেরাজল হকের ছেলে বখাটে মাদকাসক্ত আবুল হোসেনের মারামারি হয়। গত কয়েকদিন ধরে শাহাব উদ্দিনকে নানাভাবে হুমকি দিয়ে আসছে বখাটে আবুল হোসেন। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় শাহাব উদ্দিন বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁত পেতে থাকা আবুল হোসেন তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। ধাওয়া খেয়ে নিজ বাড়িতে পৌঁছলে সেখানেই শাহাব উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় আবুল হোসেন। এ সময় সাহাব উদ্দিনের ডান হাতের পাঁচটি আঙ্গুল কুপিয়ে কেটে ফেলে সে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল হোসেন ও তার পরিবার পলাতক রয়েছে।
রায়পুর থানার এসআই শাহাজাহান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ