বরগুনার আমতলীতে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' আবদুল জব্বার নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ৪ সদস্যও।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ।
তিনি বলেন, আব্দুল জব্বার আন্তঃজেলা ডাকাতদলের সর্দার এবং দীর্ঘ দিন পলাতক ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ওসি শহিদুল্লাহ আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জব্বারকে ধরার জন্য কলাগাছিয়া গ্রামে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি গুলি ছুড়ে পালিয়ে যেতে চান। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে নিহত যান আব্দুল জব্বার।
বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/মাহবুব