কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, আজ সকালে বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৫