দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৬ বোতল ফেনসিডিল, ৩৯০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন ও ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।'
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৮