টাঙ্গাইলে এক পত্রিকা হকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের পাশে শহর বাইপাসের আশেকপুর এলাকার একটি খেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম ছানোয়ার হোসেন (৪২)। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ধরাট গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া জানান, খবর পেয়ে মহাসড়কের পাশের একটি খেত থেকে ছানোয়ার হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে বমি করার চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা করার জন্য বমির আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশীয় তৈরি অতিরিক্ত মদ্যপানের কারণে বিষক্রিয়ায় মারা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০১