বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মো. আশরাফ আলী হাওলাদার (৭০) নামে এক মুক্তিযোদ্ধাকে ডেকে নিয়ে মারপিটের ঘটনায় জামাল (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিপার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।
আটক জামাল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আলী আকবরের ছেলে। আহত মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী এখনও মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, সোমবার মুক্তিযোদ্ধা আশরাফ আলী হাওলাদারকে মারপিটের ঘটনায় তার ছেলে রাসেল হাওলাদার বাদী হয়ে নিশানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আ. রহিম বাচ্চুসহ তার ক্যাডার বাহিনীর আরও ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিপার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল জামালকে আটক করে। ইউপি চেয়ারম্যানসহ অন্য আসামিদের আটকের চেষ্টা চলাচ্ছে।
গত মঙ্গলবার সকালে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলীকে তার ব্যক্তিগত অফিসে ডেকে নেয়। সেখানে মুক্তিযোদ্ধার ওপর চালানো হয় শারীরিক নির্যাতন। ঘটনার প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করে। আসামিদের গ্রেফতার করা না হলে বিজয় দিবসের সব সরকারি অনুষ্ঠান মুক্তিযোদ্ধারা বর্জন করবে বলে আল্টিমেটাম দেয়।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০২