যশোর সদর উপজেলায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের চালকসহ দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মনিরামপুর সড়কের সতিঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনিরামপুর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম ও একই এলাকার ভ্যানচালক আজিজুর রহমান। এছাড়া আহতরা হলেন- একই এলাকার বজুলর রহমান, মাহবুবুর রহমান বাচ্চু ও সোহাগ। তারা যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বজুলর রহমান জানান, 'তারা আজিজুর রহমানের ইঞ্জিনচালিত ভ্যানে করে মনিরামপুর থেকে যশোর শহরে কাজে যাচ্ছিলেন। সতিঘাটায় সড়কের বাঁক অতিক্রম করার সময় সাতক্ষীরাগামী একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক আজিজুর ও যাত্রী রবিউল মারা যান।'
হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে বাচ্চু ও সোহাগ নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ওসি ইলিয়াস বলেন, ঘটনার পর স্থানীরা ধাওয়া করে বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। পরে পুলিশ বাস জব্দ করে থানা নিয়ে এসেছে।
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৫