দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে আহত খালেদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খালেদা উপজেলার ইউসুফপুর গ্রামের মো. সোলায়মানের স্ত্রী।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে গুরুতর আহত হন খালেদা। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৬