ফেনীতে বিলুপ্তপ্রায় প্রজাতির ১৪৫১টি পাখিসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাতে শহরের সার্কিট হাউজ রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে মুনিয়া ৩০২টি, শালিক ৭৫টি, তোতা ২৪টি ও মদনা টিয়ে ১০৫০টি।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: রহুল আমীন, রনি তালুকদার ও আতিয়ার রহমান ।
র্যাব-৭ ফেনীর কমান্ডার সাফায়াত জামিল বৃহস্পতিবার সকাল ১১টায় এক প্রেসব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। পাখিগুলো বনবিভাগকে হস্তান্তর করা হয়েছে।
জেলা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম কায়সার জানান, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বিলুপ্তপ্রায় ও বিপন্ন প্রজাতির বণ্যপ্রাণী টিকিয়ে রাখার প্রচেষ্টায় পাখিগুলোকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৪