রাজশাহীর পবা উপজেলায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ এমরান হোসেন (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার উপজেলার হরিপুর ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিপুর ভাটাপাড়া এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় দুটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি ও একটি মোবাইল সেটসহ এমরান আলীকে র্যাব সদস্যরা আটক করে। এমরান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমরান আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অস্ত্রসহ তাকে আটকের ঘটনায় পবা থানায় তার নামে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৫