নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ হাসিনা (৪৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আজ বৃহস্পতিবার উপজেলার হাতিখানা মৌয়াগাছায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/ ২৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২০