ময়মনসিংহের ধোবাউড়ায় সমাপনী পরীক্ষা দিতে যাবার সময় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে ইশা মনি (১০) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলসিন্দুর পরীক্ষা কেন্দ্রে যাবার পথে এ ঘটনা ঘটে।
নিহত ইশা মনি কাশিনাথপুর গ্রামের মামুনের মেয়ে। সে গামারীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কলসিন্দুর পরীক্ষা কেন্দ্রে অটোরিক্সা দিয়ে যাবার সময় ওড়না পেঁচিয়ে গেলে ইশা মনি অটোরিক্সা থেকে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধোবাউড়া থানার ওসি শওকত আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৮