চট্টগ্রাম মহানগরের কর্নেলহাট এলাকায় বাসচালককে ট্রাফিক কনস্টেবলের মারধরের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। কয়েকশ’ শ্রমিক প্রায় ৩০ মিনিট অবরোধ করার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পরিবহন শ্রমিক সূত্রে জানা যায়, নগরী থেকে সীতাকুণ্ড রুটের একটি বাসের চালককে পার্কিং করা নিয়ে মারধর করেন কর্নেলহাট এলাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল। এ ঘটনায় অন্যান্য পরিবহনের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে হয়ে যান। তারা বিভিন্ন যানবাহন সড়কে এলোপাতাড়ি রেখে প্রতিবাদ শুরু করে। এসময় তারা সড়কের উপর বসে শ্লোগান দিয়ে প্রতিবাদ শুরু করে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান বলেন, ট্রাফিক কনস্টেবলের সঙ্গে পরিবহন শ্রমিকদের ভুল বোঝাবুঝি হয়। আমরা কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৯