অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসীরা পাহাড়ের মানুষকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, মুখ খুলতে চাই না কেউ। সময়ের সাথে সাথে বেড়ে চলেছে পাহাড়ি আঞ্চলিক দলগুলোর দৌরাত্ম্য। এখন তাদের নিয়মে চলছে পাহাড়। নিরাপত্তাহীনতায় রয়েছে এ অঞ্চলের মানুষ। তাই তারা ইচ্ছা করলেও কোন রাজনৈতিক দলের সাথে সর্ম্পৃক্ত হতে পারে না। শুধু মাত্র পাহাড়ি আঞ্চলিক দল ছাড়া। প্রশাসন ও সরকারের কাছে এসব অবৈধ অস্ত্রধারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান দীপংকর তালুকদার।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাঙামাটি জেলার লংগদু উপজেলায় পরিষদ মাঠে আওয়ামীলীগের উদ্যোগে তার গণ সংবর্ধনা সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি মো. কামাল উদ্দিন, জেলা কৃষক লীগ সভাপতি জাহিদ আক্তার প্রমুখ।
সাবকে এ প্রতিমন্ত্রী আরও বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে মুখ না লুকিয়ে তাদের প্রতিরোধ করতে হবে। এসব অবৈধ অস্ত্রবাজ, চাঁদাবাজদের প্রশসনের হাতে তুলে দিতে দলমত নির্বিশেষে সহযোগিতা করতে হবে। তাহলেই একদিন সশস্ত্র সন্ত্রাসমুক্ত পার্বত্যাঞ্চল গড়তে পারবো। পাহাড়ের মানুষ নির্ভয়ে জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। নিজেদের প্রছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয় করতে পারবে। তিনি অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের প্রতিরোধ করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে সংবর্ধনায় সভায় শতাধিক বিএনপি’র নেতাকর্মী ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১১