ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার ফরম ফিলাপের ফি কমানোর দাবিতে
বিক্ষোভ মিছিল, ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ও ঘেরাও করে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে শিক্ষকসহ চারজন আহত হয়।
গফরগাঁও থানার ওসি মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী শনিবার কলেজ কর্তৃপক্ষ মিটিং করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নিবে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
গফরগাঁও থানা পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, গত বছর ডিগ্রির ফরম ফিলাপ ছিল ১ হাজার ৩শ' টাকা হলেও চলতি বছর ৩ হাজার ৭শ' ৮০ টাকা করে নেয়া হচ্ছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুুপুরে শিক্ষার্থীরা প্রথমে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুরের ঘটনা ঘটে। এসময় শিক্ষকসহ চারজন আহত হয়।
কলেজটির অধ্যক্ষ আমির হোসেন বলছেন, সরকারী বিধি অনুযায়ী ফরম ফিলাপের টাকা নেয়া হয়েছে।