ঝালকাঠির রাজাপুরের কাঠিপাড়া গ্রামে কলাইয়ের বীজ ফেলতে গিয়ে বিষধর সাপের কামড়ে মাহাতাব তালুকদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় আক্রাস্ত কৃষক চিকিৎসাধীন বরিশাল শেবাচিমে সন্ধ্যায় মারা যান। মাহাতাব উপজেলার কাঠিপাড়া গ্রামের মকবুল তালুকদারের ছেলে ও পেশায় একজন কৃষক।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ধান ক্ষেতে কলাইয়ের বীজ ফেলতে গেলে একটি বিষধর সাপ তার শরীরে ছোবল দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।