বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগে ব্যাপক ভাংচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। পরীক্ষায় ফেল করার জের ধরে এই ভাংচুরের ঘটনা ঘটে বলে মেডিক্যাল কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভাংচুরের পর পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মেডিক্যাল কলেজ সুত্র জানায়, দ্বিতীয় মেডিক্যাল বৃত্তিমূলক পরীক্ষায় এবার বগুড়া মেডিক্যাল কলেজের ১৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। মেডিক্যাল শিক্ষা কারিক্যুলামে এধরনের ৩টি পরীক্ষা হয়ে থাকে। এতে ৪র্থ বর্ষের শিক্ষার্থী অংশ নেয়। এবার দ্বিতীয় বৃত্তিমূলক পরীক্ষায় প্যাথলজি বিষয়ে ৩১ জন ফেল করে। বৃহস্পতিবার ফল প্রকাশের পর দুপুর ১ টার দিকে ১৫/২০ জন শিক্ষার্থী প্যাথলজি বিভাগে লাঠি সোটা নিয়ে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এতে ওই বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এব্যাপারে বগুড়া মেডিকাল কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আহসান হাবিব জানান, পরীক্ষার ফল প্রকাশের পর পরেই ওই ভাংচুরের ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই ভাংচুর চালায় শিক্ষার্থীরা। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন ও শনিবার একাডেমিক কাউন্সিলের সভা আহবান করা হয়েছে।