কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে জেলেপল্লিতে আগুনে পুড়ে গেছে অন্তত ৫০ টি ঘর।
কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে আশপাশের বাড়ি ঘরে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ টি ঘর পুড়ে গেছে। স্থানীয় লোকজন প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
হাওর অধ্যুষিত অষ্টগ্রামে ফায়ার সার্ভিস না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে চেয়ারম্যান জানিয়েছেন। আগুন লাগার খবর পেয়ে অষ্টগ্রাম থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে।