ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার ধাক্কায় উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আতাউর রহমান প্রিন্স (৫০) নিহত এবং তার এক সঙ্গী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নওধার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাউদিয়া ফিলিং স্টেশনের মালিক আতাউর রহমান প্রিন্স (৫০) ও তার এক সঙ্গী ওয়াসিমকে নিয়ে মোটরসাইকেলে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে যাচ্ছিলেন। ফিলিং স্টেশন থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নওধার নামকস্থানে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়ক মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিএনপি নেতা প্রিন্স মারা যান
আহত ওয়াসিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।