পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাদশা রাইস মিলে ডাকাতি করার সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এসময় আরও পাঁচ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার বীনা রানী দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই স্থানে ডাকাতি হচ্ছে খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। এসময় র্যাবের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে দুই ডাকাত নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়।
বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১