দিনাজপুরের বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, ৩৮০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল, ১৫৫ লিটার চোলাই মদ ও ২ দশমিক ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পুলিশ।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য মো. রাশেদ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় পৃথকভাবে ১৬টি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৮