বরগুনার পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নতুন বাজার খালে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা ও ২৫ মণ অন্যান্য মাছসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ডের সাব লে. হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিষখালী নদী সংলগ্ন নতুনবাজার খালে অভিযান চালানো হয়। এ সময় একটি নামবিহীন ট্রলারে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা ও ২৫ মণ অন্যান্য মাছ জব্দ করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
পরে মৎস্য অধিদফতরের মাধ্যমে মাছগুলো দুস্থ ও এতিমদের বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ ২৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৯