নেত্রকোনা পৌর শহরের কুড়পাড় এলাকায় একটি সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নেত্রকোনা ফায়ার ষ্টেশনের একটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গ্যারেজে থাকা তিন মালিকের আটটি সিএনজি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও গ্যারেজ মালিক মোজাম্মেল হকের দাবি বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো কারণ নেই। শত্রুতাবশত কেউ এ ঘটিনাটি ঘটিয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে। সিএনজিগুলো একেবারে পুড়ে যায়নি। তাই প্রায় আট থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।
বিডি প্রতিদিন/২৫ নভেম্বর, ২০১৬/ফারজানা