কক্সবাজারে রামুতে একটি দূপাল্লার বাস উল্টে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন।
রবিবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি প্রবাস চন্দ্র ধর।
তিনি বলেন, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক ব্যক্তি মারা যান। বাকিদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে বচিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব