বরিশালে এক্সট্রা মোহরার নকল নবিশদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতী পালনসহ নগরীতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত নকল নবিশকারীরা। অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়ে জেলা রেজিস্ট্রি অফিসে সার্টিফিকেট নকল, জমি-জমার কাগজ-পত্র নিতে আসা জনসাধারণ।
এক দফা দাবি আদায়ের লক্ষে টানা ১৬দিনের মতো জেলা রেজিস্ট্রি অফিস চত্বরে আজ দিনভর কর্ম বিরতি পালন এবং ভবন চত্বরে বিক্ষোভ মিছিল করে তারা। কর্মবিরতি চলাকালে দুপুরে আন্দোলনকারী নকল নবিশকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগীয় সভাপতি সাইদুর রহমান, জেলা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হুসাইন, সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার