বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রাণালয় কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় উদ্যোক্তা সেবা কেন্দ্র জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেইএসসি) প্রতিষ্ঠানটি টাঙ্গাইল থেকে সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে টাঙ্গাইলের জনগণের পক্ষে প্রতিরোধ কমিটি।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এম এ ছাত্তার উকিল, হোমিও মেডিকেলের প্রিন্সিপাল ড. শাহিদা আক্তার, বিশিষ্ট সমাজ সেবক সাজ্জাদ খোশ নবী প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ