ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম এ অভিযান চালান।
ইউএনও মো. আবুল কালাম জানান, উপজেলার বাথুলী গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে কনে পক্ষের লোকজন মুচলেকা দিয়ে ছাড়া পান এবং বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ