আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকার দশটি কারখানায় এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানাগুলো হচ্ছে, স্টার্লিং ক্রিয়েশন, সেড ফ্যাশন, উইন্ডি গ্রুপ, ভান্দুরা গার্মেন্টস, জেবিএস, ডিজাইনার জিন্স, বান্দ ডিজাইন, সেতারা এ্যাপারেলস, দি রোজ ড্রেসেস, এএম ডিজাইন।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ন্যূনতম ১৫ হাজার টাকা বেতনের দাবি সহ ১৬দফা দাবিতে কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করলে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করে।
আশুলিয়া থানার সার্কেল এএসপি নাজমুল হাসান ফিরোজ বলেন, আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওইসব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ