যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। ঘড়ির কাটায় রাত ১২টা বাজার সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে অবস্থিত মুক্তির সোপানে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এর পর সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ-পাবনা আসনের সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেসক্লাব, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, সিরাজগঞ্জ পৌরসভা, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ