যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে মহান বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টা ৫ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে শ্রদ্ধা জানান সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেনসহ নেতা-কর্মীরা।
এ সময় জেলা প্রশাসক একেএম শামীমুল হক ছিদ্দীকি, পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সকাল ৮টায় পটুয়াখালী স্টেডিয়ামে প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম