আজ শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সকালে দলীয় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করার কথা ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল ওদুদের। কিন্তু তিনি আসতে দেরি করায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে সংসদ সদস্য আব্দুল ওদুদ দলীয় অফিসে এসে এ নিয়ে উত্তেজিত হয়ে পড়েন। এসময় দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে অন্যান্য নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ