চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। আজ শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
শিবগঞ্জে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম, সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মো. মাহমুদুল ইসলাম, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল, পৌর আওয়ামী লীগের সাদারণ সম্পাদক অ্যাডবোকেট মিজানুর রহমানসহসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।
সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ এবং কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, জেলা মুক্তিযোদ্ধা সংসদ বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যে টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা, শ্যুটিং প্রতিযোগিতা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা, জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার একাদশের মধ্যে ফুটবল প্রতিযোগিতা।
এছাড়া সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।
বিডি প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম