ক্ষুধা, দারিদ্র ও জঙ্গিবাদমুক্ত সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। কুজকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শনের জন্য জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষে পূর্ণ হয় স্টেডিয়ামের গ্যালারি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ