যথাযথ মর্যাদায় মাদারীপুরের কালকিনিতে পালিত হচ্ছে বঙ্গালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১মিনিটে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু করা হয়। এসময় স্বাধীনতা স্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। অপরদিকে সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
বিডি-প্রতিদিন/এস আহমেদ