লক্ষ্মীপুরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ব্যান্ড পার্টির বাদ্য বাজনায় এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এর আগে স্টেডিয়াম মাঠে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, দেশাত্ববোধক গান পরিবেশন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন জেলার মানুষ।
এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহাজান কামাল, আবু নোমান, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ