মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় বিএনপির জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি কর্মীরা। এসময় হামলায় অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর ৩ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হচ্ছেন- ছাত্রদল নেতা নুর ফরিদ, থানা বিএনপির সম্পাদক রফিকুল ইসলাম ও ওলামাদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম।
হাসপাতালে ভর্তি আহত ছাত্রদল নেতা নূর ফরিদ ও থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে আটপাড়া শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ মিছিল নিয়ে বিএনপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারাসহ প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়েছে। গুরুত্বর আহতদেরকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জানান, বিএনপি অন্তঃকোন্দলে নিজেদের মধ্যেই এ ঘটনা ঘটিয়েছে। আমরা এদিকে দিয়ে পার্টি অফিসে মিছিল নিয়ে যাচ্ছিলাম, তাই আমাদের উপরে এখন দায় চাপাচ্ছে। বিএনপির দু'টি গ্রুপ থাকায় একটি অংশ এসেছিল, আরেকটি অসেনি। বিএনপির সম্পাদকও ছিলেন না।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মামুন চিশতি বলেন, এমন একটি খবর পেয়েছি, বিষয়টি ব্যক্তিগত হতে পারে। তবে এলাকায় পুলিশ রয়েছে, কোন উত্তেজনা নেই।
বিডি-প্রতিদিন/এস আহমেদ