জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ শুক্রবার জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
সূর্যোদয়ের সাথে সাথে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে জেলা প্রশাসন। সকালে সরকারি গুরুদয়াল কলেজের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এতে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গার্ল গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিজয় শোভাযাত্রা। এতে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, রাইফেল শুটিং, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।
বিডি প্রতিদিন/ ১৬ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম