কুড়িগ্রামের রৌমারী সিজিজামন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ৬টায় ফুল দেন স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন ও সাবেক সংসদ সদস্য জাকির হোসেন এবং মুক্তিযোদ্দা সংসদ কমান্ডার ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের।
উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির উপজেলা সভাপতি নাসির উদ্দিন লাল ও আনোয়ার হোসেন, আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু এবং ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সালমান ফারসি তুষার, বিএনপির উপজেলা সভাপতি আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ৮টায় বিভিন্ন স্কুল, কলেজ, ক্যাডেট রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ হয়।
বিভিন্ন সংগঠন বিজয় শোভাযাত্রা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রমাণ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ