বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল নগরীর দপদপিয়া সেতুর (শহীদ আব্দুর রব সেরনিয়াবাত) টোলপ্লাজা এলাকায় পিকাপের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক পিকাপটি আটক করলেও চালক পালিয়ে যায়।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত ওই অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।পিকাপটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার